Monday, October 10, 2016

AMAR SHAKOL DUKHER PRODEEP - EVA RAHMAN 14th ALBUM

ও দেশের মাটি




জীবনে এক মারাত্মক উপলব্ধি আমার । যৌবনে সমাজে কিছু কাজ করব ভাবনা থেকে রাজনীতি কে কর্ম হিসাবে বেছে নিয়েছিলাম । কমিউনিস্ট আন্দোলনে যোগ দিয়ে সুখী উন্নত সমাজের স্বপ্ন নিয়ে দলের কাজ করেছি । পথ চলতে আমার যখন মনে হয়েছে ভুল পথে চলছি তখন পথ পরিবর্তন করেছি । অন্য দিকে আমার ব্যক্তি গত জীবনে কিছু ঘটনা আমি উত্তর খুজে পাচ্ছি না । কেন এমন হল ? আর কে বা এর বিচার করবে ? আমার পৈতৃক সম্পত্তি , আমার জন্মভুমি যে মাটি তে আমি মাতৃ গর্ভ থেকে যে মাটিতে প্রথম পড়ে ছিলাম সেই জায়গা টা আজ এক দুষ্কৃতি জোর করে দখল করেছে । প্রশাসনের দরজায় কড়া নেড়েছি । কর্ম সুত্রে বাইরে থাকার জন্য । আমার মার মৃত্যু পর পারিবারিক কিছু সমস্যা নিয়ে ব্যাস্ত থাকার কারনে জাননগর গ্রামে যাওয়া আসা কমে যাবার ফলে চাষের নাম করে আমার বাস্তু ভিটে দখল করেছে । আর এক সময় এই পরিবারের দয়া ও আশীর্বাদ পাবার জন্য ব্যগ্র থাকত । পিতা মাতার একমাত্র সন্তান চাকরি আর পৈতৃক সম্পত্তি ক্ষেত্রে হয়ত আজ আমার মনে হয় এত সরল বিশ্বাস করা সঠিক হয় নি ।

এই ব্যক্তি কে চাকরি প্রয়োজনে আমার গ্রামে বাস্তু টি দেখা শুনার দায়িত্ব দিয়ে এসেছিলাম , তখন কি ভাল ব্যবহার করত গ্রামে গেলে । আজ কিছু জাল দলিল তৈরি গায়ের জোরে আমার জমিতে চাষ আবাদ করছে ।



সুন্দর এক আম জাম কাঁঠালের এক বাগানে ছিল এক টিনের বাড়ি এখানে এই বাস্তু ভুমির  পরিমাপ এক একরের বেশি ।


দাগ ৭০৫





এই হচ্ছে আমার উত্তরাধিকার সুত্রে পাওয়া সম্পত্তি ।


এই জমির খাজানা আজও দিয়ে যাচ্ছি ।

 বর্তমান অবস্থা 
উকিলের চিঠি 
জমি মালিকানার প্রমান পর্চা 

O AMAR DESHER MATI TOMAR - EVA RAHMAN 14th ALBUM

o amar desher mati (rabindra sangeet) by Srikanto Acharya & lopamudra mitra

Monday, September 12, 2016

মঙ্গল দীপ জ্বেলে



                     তোমার কৃপা আমার সব সঙ্কট দূর হবে প্রভু //

                                         bhairb chalisha
aamar desher mati 

Monday, August 22, 2016

Engineering and MBA: জমি নিয়ে বিরোধ হলে কী করবেন

Engineering and MBA: জমি নিয়ে বিরোধ হলে কী করবেন: জমি জমাকে কেন্দ্র করে যে কোনো সময় বিরোধ দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায়, নিজের কেনা জমি অন্য কেউ দখল করে মালিকানা দাবি করছে কিংবা জাল দল...

Engineering and MBA: জমি নিয়ে বিরোধ হলে কী করবেন

Engineering and MBA: জমি নিয়ে বিরোধ হলে কী করবেন: জমি জমাকে কেন্দ্র করে যে কোনো সময় বিরোধ দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায়, নিজের কেনা জমি অন্য কেউ দখল করে মালিকানা দাবি করছে কিংবা জাল দল...

যুগল কিশোর ঝা : তোমার স্বপ্ন

যুগল কিশোর ঝা : তোমার স্বপ্ন:                                                         তোমার  স্বপ্নের বাগান আমি রক্ষা করতে পারিনি ।

Saturday, August 20, 2016

বঙ্গ ভুমি : দাড়াও , এখানে আমার জন্মভূমি ।।

বঙ্গ ভুমি : দাড়াও , এখানে আমার জন্মভূমি ।।: আমার জন্মভূমি বল বীর উন্নত মম শির ।                                                                             বল বীর উন্নত শির ...

Friday, August 19, 2016

তারা দেবী ,জাননগর রতুয়া , মালদহ


তারা দেবী
জন্ম কটিহার বুধনগর মৃত্যু জাননগর
জাননগর গ্রামের কিছু চক্রান্ত কারী পাল্লায় পরে স্বামির সম্পত্তি কিভাবে নষ্ট করা আর গ্রামের লুঠেরা দের হাতে তুলে দেবার জন্য যদি কাউকে যদি অপরাধী করতে হয় তাহলে আমার মাকে দায়ি করতে হয় । সুরেন্দ্রনাথে  বিপুল সম্পত্তি তার মৃত্যু পর লুঠেরা দের হাতে তুলে দেন । বিশেত ঃ চাকরির প্রয়োজনে বাইরে থাকার সুযোগ নিয়ে এই বিধবার সম্পত্তি খুব সুকৌশলে দখল করেছে । এর জন্য মুল চক্রান্ত কারি জমি মাফিয়া অনিল ঘোষ ।

এই সেই জমি মাফিয়া অনিল ঘোষ ।
এই সেই জমি যা অন্যায় ভাবে ,চক্রান্ত করে দখল করেছে ।

সুরেন্দ্র নাথ ঝা ,জাননগর , রতুয়া , মালদহ



সুরেন্দ্রনাথ ঝা তার বাবা ভজ গোবিন্দ ঝা এর মৃত্যু পর তার বড় ছেলে তুলে নেন নিজের কাঁধে এই ঠাকুর বাড়ির সমস্ত দায় দায়িত্ব । ছোট ছেলে দয়া নাথ বিহার পুলিশের চাকরি নিয়ে পুরনিয়া তে বসবাস করত । সুরেন্দ্রনাথ বাবার কাজে যোগ দেন নুরপুর পাঠান দের জমিদারি স্টেটে । সুখেই ছিল তার পরিবার । ভালুয়ারা ও দায়ুয়া মৌজা আসত গাড়ি গাড়ি ফসল । আর মামা বাড়ির অগাধ সম্পত্তি পেয়েছিলেন তিনি । সঙ্গে থাকত তার ৪ জন পেয়াদা , বাড়িতে অনেক চাকর বাকর । জমিদারির কাজ ছাড়া তিনি যাত্রা নাটক করতেন । সামাজিক কাজে তার ভুমিকা ছিল অগ্রগণ্য । আর অবসর সময়ে তার বাসভুমি কে কিভাবে বিভিন্ন গাছ পালা দিয়ে সাজিয়ে তোলা ।
জাননগর মৌজার ৭০৫ নম্বর দাগ । যাকে ঘিরে তার স্বপ্ন । নানা জাতের আম , পেয়ারা ,জাম , কাঁঠাল প্রভৃতি গাছে সাজিয়ে তুলে ছিলেন তার বাগান বাড়ি । তার মাঝে বিশাল এক টিনের বাড়ি । ৮০ টি মত গরু বলদ ।
স্বাধীনতার পর যখন জমিদারি প্রথা উচ্ছেদ হবার পর তিনি জমিদারির কাজ ছেড়ে দেন । তিনি প্রথম রতুয়া পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী হয়ে ছিলেন । তিনি তার পর আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন । নিয়মিত চণ্ডী গীতা পাঠ তার নিত্য কর্ম ছিল । রতুয়া বাজারের দুর্গা পুজা তিনি করতেন ।  ১৯৭৩ সালে হঠাৎ মারা যান । তার পর বন্ধু সেজে কিছু লুটেরা আমার মাকে ঘিরে ফেলে । আমি চাকরির জন্য বাইরে চলে যায় । পরে রইল আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি । আর এই সুযোগে অনিল ঘোষ নামে এক জমি মাফিয়া তার স্থাবর অস্থাবর সম্পত্তি হাতিয়ে নেয় । পথে বসিয়ে দিয়েছিল বৃদ্ধা তারা দেবী কে । ছেলের সাথে সম্পর্ক কে এই চক্রান্ত কারী নষ্ট করে দিয়েছিল ।
সুরেন্দ্রনাথের স্মৃতি তে জাননগর কিছু করার জন্য গেলাম তখন দেখলাম অনিল ঘোষ নামক এই হিংস্র জমি মাফিয়া রুপ দেখে আমি অবাক যে আমার পৈতৃক বাসভুমি তে গায়ের জোরে বসে আছে দখল করে ।

এই সেই জমি মাফিয়া অনিল ঘোষ আর আমার দখল হয়ে যাওয়া সুরেন্দ্র নাথের বাসভুমি । 

Thursday, August 18, 2016

ফিরে দেখা আমার জন্মভুমি



মালদহ জেলার রতুয়া থানার জাননগর গ্রামে ভজ গোবিন্দ ঝা এসে বসবাস শুরু করেন স্বাধীনতার আগে থেকে । জীবিকার সন্ধানে সুদুর মিথিলা থেকে এসে নুরপুর গ্রামে বসবাস শুরু করেন । নুরপুরের পাঠান দের জমিদারীর নায়েব ছিলেন । তাদের জমিদারী দেখা শুনার প্রয়োজনর তিনি জাননগর গ্রামে বসবাস শুরু করেন । তার দুই ছেলে তিন মেয়ে । সুরেন্দ্রনাথ , দয়ানাথ ,কৌশল্যা , অহল্যা , সরলা ।
ভজ গোবিন্দ ঝা প্রভাব শালি জোতদার ছিলেন । তাই জাননগর গ্রামে তার বাসভুমি তৈরি এক একর সাতাশ শতক জায়গার উপর ।
                     মৌজা জাননগর থানা রতুয়া জেলা মালদহ দাগ ...৭০৫
গড়ে তোলে বিশাল আম ,কাঁঠাল , জাম , লিচু , পেয়ারা  ইত্যাদি ফলের বাগানের মাঝে টিনের বিশাল বাড়ি । তার মৃত্যু পর তার বড় সুরেন্দ্রনাথ একে আর সুন্দর করে গড়ে তোলেন এই বাস ভুমি কে ।
সময়ের কালের চক্রে পড়ে আজ সেই ভুমি একজন বে আইনি দখল করেছে আমার অনুপস্থিতির সুযোগে ।

১৯৭৩ সালে বাবা মারা যাবার পর একা মাকে গ্রামে রেখে চাকরির প্রয়োজনে দীর্ঘ দিন জেলার বাইরে থাকার ফলে বিশেতঃ মা মারা যাবার পর গ্রামে যাওয়া আমার কমে যায় আর জমি টা অনিল ঘোষ কে দেখা শুনার ভার দিয়ে ছিলাম আজ সে বিশ্বাস ঘাতকটা করে সেই বাসভুমি দখল করেছে । লোভে জ্ঞান শুন্য হয়ে কিছু জাল কাগজ তৈরি করে শক্তি জোরে আমার বাস্তু ভিটে দখল করেছে ।
সেই জন্ম ভুমি ফিরে এলাম এক মর্মান্তিক অভিজ্ঞতা নিয়ে যা লিখব ক্রমশ আস্তে আস্তে । লিখব এক জমি মাফিয়ার জীবন কাহিনী ও তার অত্যাচারের ঘটনা কি ভাবে এক বিধবা কে তা বাস্তু ভুমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে । 

Thursday, August 11, 2016

জমি মাফিয়া অনিল ঘোষ : এক বিধবার জমি আত্মসাৎ এর কাহিনী

জমি মাফিয়া অনিল ঘোষ : এক বিধবার জমি আত্মসাৎ এর কাহিনী: এক বিধবার জমি আত্মসাৎ এর কাহিনী / জাননগর গ্রামে তারা দেবী নামে এক বৃদ্ধা মহিলা বাস করত । তার গ্রামের বাস্তু ভিটে জোর করে দখল করে । এই জ...

Wednesday, August 10, 2016

জমি মাফিয়া অনিল ঘোষ : জমি মাফিয়া অনিল ঘোষ , জাননগর

জমি মাফিয়া অনিল ঘোষ : জমি মাফিয়া অনিল ঘোষ , জাননগর: জাননগর গ্রামের সবচেয়ে ঘৃণ্য ব্যক্তির নাম অনিল ঘোষ পিতার নাম ডোমন ঘোষ তার দুই ছেলে মণিন্দ্র ঘোষ আর অনিল ঘোষ । ডোমন ঘোষ ছিল এক গরুর রাখাল...

Tuesday, August 9, 2016

My Slideshow

কালি পুজা

কালি পুজা

রক্ষা কালি পুজা

কালি পুজা

কাল ভৈরব : প্রার্থনা

কাল ভৈরব : প্রার্থনা: জয় বাবা ভৈঁরো নাথ  বাবা ভৈরবনাথ তুমি তোমার করুণা দিয়ে আমাকে সংকট থেকে মুক্ত কর ।। ভৈরব চলিশা                   ...

যোগ সাধনা : ভৈরব সাধনা

যোগ সাধনা : ভৈরব সাধনা:                                                                                                                        ...

Thursday, August 4, 2016

প্রার্থনা






                                         মানসিক পুজা
                                     
বিষ্ণু স্মরণ

  মহাকাল
                      jk              

সাধনা ১







                                        মানসিক পুজা

                                        গণেশ মন্ত্র
                                      গণেশ ভজন , আরতি

                                        নব গ্রহ

                                      কাল ভৈরব






jk