জাননগর গ্রামে আমার পূর্ব পুরুষ সুদুর মিথিলা এসে এখানে বসবাস করতে শুরু করেন । এখানে তাদের প্রচুর জমি জায়গার মালিক ছিলেন । ভাগ্য এর ফেরে তাদের সেই সম্পত্তি নষ্ট হয়ে যায় । তার পরে যে সম্পত্তি আমার বাবা নামে ছিল তিনি সেটা আমাকে ও আমার মাকে দান করে যান উইল করে । কিন্তু কর্ম সংস্থান এর জন্য আমি দুর্গাপুরে চলে আসি । সেখানে আমার মা ছিল আর আমি ছিলাম দুর্গাপুরে । আমার অবর্তমানে অনিল ঘোষ নামক এক জমি মাফিয়া আমার মার কাছ থেকে তার মূর্খতা লেখা পড়া না থাকার কারনে তার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে । আমি আমার কর্ম জীবন শেষ করে যখন জাননগরে যাই তখন দেখলাম সেই ব্যক্তি আমার অংশ জমি টি দখল করে চাষাবাদ করছে । গায়ের জোরে সে আমার জমির দখল ছাড়ছে না ।
Tuesday, May 17, 2016
বিচার চাই
জাননগর গ্রামে আমার পূর্ব পুরুষ সুদুর মিথিলা এসে এখানে বসবাস করতে শুরু করেন । এখানে তাদের প্রচুর জমি জায়গার মালিক ছিলেন । ভাগ্য এর ফেরে তাদের সেই সম্পত্তি নষ্ট হয়ে যায় । তার পরে যে সম্পত্তি আমার বাবা নামে ছিল তিনি সেটা আমাকে ও আমার মাকে দান করে যান উইল করে । কিন্তু কর্ম সংস্থান এর জন্য আমি দুর্গাপুরে চলে আসি । সেখানে আমার মা ছিল আর আমি ছিলাম দুর্গাপুরে । আমার অবর্তমানে অনিল ঘোষ নামক এক জমি মাফিয়া আমার মার কাছ থেকে তার মূর্খতা লেখা পড়া না থাকার কারনে তার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে । আমি আমার কর্ম জীবন শেষ করে যখন জাননগরে যাই তখন দেখলাম সেই ব্যক্তি আমার অংশ জমি টি দখল করে চাষাবাদ করছে । গায়ের জোরে সে আমার জমির দখল ছাড়ছে না ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment