Tuesday, June 28, 2016
Sunday, June 26, 2016
Saturday, June 25, 2016
Thursday, June 23, 2016
Wednesday, June 22, 2016
শত্রু সংহারক কালী সাধনা
শত্রু সংহারক কালী সাধনা
দশ মহাবিদ্যা
কালি সাধনা
আচমন ঃ ক্রিং মন্ত্র তিনবার জল দিয়ে আচমন করুন
বিনিয়োগ ঃ ওঁ অস্য মন্ত্রস্য ভৈরব ঋষিরুস্নিবছন্দ , দক্ষিণ কালিকা দেবতা
হ্রী বিজং ক্রীং কীলকং পুরুষার্থ চতুস্থ সিদ্ধয়েথে বিনিয়োগঃ
করন্যাস ঃ ওঁ ক্রাং আগুসঠাভ্যং নমঃ ,ওঁ ক্রিং তর্জনীভ্যআং স্বাহা , ওঁ ক্রুং মধ্যমাভ্যাং বসত ,ওঁ ক্রুং অনিমাকাভ্যাং হুম ,ওঁ ক্রীং কনিষ্ঠাভ্যআং বসত , ওঁ ক্রঃ করতল পৃষ্ঠাভ্যাং ফট ।
আবাহন
কালী দেবী ইহাবহ ইহাবহ ইহ তিস্ত ইহ ইহ স ন্নিদেহি
এর যন্ত্র ফুল দিবেন
ধ্যান
সর্বাঃ শ্যামা আশিকরা মুণ্ডমালা বিভুসিতা।
কর্তরী বামহস্তেন ধার্যন্ত শুচি স্মিতা ।।
দিগ্মবরা হস্নমুখঃ স্ব স্ববাহন ভূষিতা ।
কাল কাল ইয়িতা দৈব্য ধ্যায়ামি স ততে শিবাঃ ।।
মন্ত্র
ওঁ ক্রীং ক্রীং মহাকাল্যে ক্রীং ক্রীং নমঃ
জপ
জপ সমর্পণ
ওঁ গুজ্যতি গুজ্য গপ্তি তং গ্রহন্যাস্ম তক্রিত ং জয় ম।
সিদ্ধি ভবন্তু মে দেবি ত্যপ্রসাদান্মহেশ্বরি ।।
বিসর্জন
ওঁ উত্তরে শিখরে দেবী ভুম্যাং পর্বত বাসিনি।
ব্রম্ভা যোনি সমতপ্ততে গচ্ছ দেবি মম আন্ত রাম ।।
Tuesday, June 21, 2016
Monday, June 20, 2016
আত্ম কথা : আবেগ আর বাস্তব
আত্ম কথা : আবেগ আর বাস্তব: জাননগরের মাটিতে আমার জন্ম । এখান মাঠ , কালিন্দ্রি নদী , বারামাসিয়া খাল বিস্তীর্ণ আমবাগান তার মাঝে বড় হয়েছিলাম আমি । ঠাকুর বাড়ি সন্তান গ্রাম...
কাল ভৈরব : কাল ভৈরব সাধনা
কাল ভৈরব : কাল ভৈরব সাধনা: ভগবান ভৈরব সাক্ষাৎ শিবের পঞ্চম অবতার , পরমাত্মা সচ্ছিদান্দ স্বরুপ । ব্রহ্মা শিবের নিন্দা করার জন্য তার গর্ব চূর্ণ করার শিব ভৈরব রুপে অ...
Sunday, June 19, 2016
শত্রু শমন
ভৈরব শিবের অবতার রুপে জানা যায় , ভগবান শিবের এই অবতার বিশ্বের ভরণ পোষণ ও বিবাদের শান্ত করার জন্য অবতীর্ণ । শিবের এই রুপ ভীষণ উগ্র ।
তার জন্য একে ভৈরব বলে । ইনি সাক্ষাৎ কালরূপ । ইনি তার ভক্তের সমস্ত পাপ থেকে তৎক্ষণাৎ মুক্তি দেন । তাই অনেকে পাপভস্ম বলে ।
সাধনা ও প্রয়োগ ঃ
এটি একটি তান্ত্রিক সাধনা
তাই শুদ্ধতা , পবিত্রতা , বিশ্বাস , আস্থার সাথে করতে হবে ।
সাধক একাদশীর দিন ভোজন গ্রহণ না করে থাকবেন ।
শারীরিক দিক দিয়ে পূর্ণ সুস্থ থাকতে হবে ।
সাধনার দিন উৎসাহ ও ভক্তি গুরু কে স্মরণ করে ভবিসৎ আসা যে কোন বাধা অতিক্রম করা আর শত্রু নাশ হেতু এই সাধনা করা যেতে পারে ।
ভৈরব যন্ত্র
গুরু কে স্মরণ করে , যথা বিহিত ভৈরব পুজা করতে হবে যন্ত্র স্থাপিত করে । ধুপ দীপ পুস্প ও নৈবেদ্য দিয়ে পুজা করতে হবে । ধ্যান করতে হবে আর আপনার সামনে আসা বাধা দূর করার প্রার্থনা করতে হবে ।
ওঁ ভং ভৈরবায় নম ঃ
উগ্রং বিরং মহাবিস্নু জলন্তং সর্বতোমুখম
নরসিংহ ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্মহম
Friday, June 17, 2016
ভৈরব চালিশা
ওঁ শ্রী সিদ্ধিবিনায়কায় নম ঃ
ভৈরব চালিশা
দোহা ঃ বিশ্বনাথ কো সুমরি মন , ঘর গণেশ কা ধ্যান
ভৈরব চালিশা রচু , কৃপা করহুঁ ভাগবান ।।
বটুক নাথ ভৈরব ভুজং , শ্রী কালি কে লাল
যুগল পর কর কৃপা ,কাশী কে কুতুয়াল ।।
জয় জয় শ্রী কালী কে লালা , রহ দাস পর সদা দায়ালা
ভৈরব ভীষণ ভীম কাপালি ,ক্রোধবন্ত লোচন মে লালি ।।
কর ত্রিশূল হৈ কঠিন কারালা , গল মে প্রভু মুণ্ডন মালা
কৃষ্ণ রুপ তন বর্ণ বিশালা , পিকর মদ রহতা মতবালা ।।
রুদ্র বটুক ভক্তন কে সঙ্গী , প্রেত নাথ ভুতেশ ভুজঙ্গি
ত্তেল ত্তেরা হৈ নাম তুমহারা , চক্রতুণ্ড অমরেশ প্যারা ।।
শেখর চন্দ্র কাপাল বিরাজই , শান সাবারি পে প্রভু গাজই
শিব নুকুলেশ চণ্ড হ স্বামী , বৈজনাথ প্রভু তুমহি নামামি ।।
অশ্বনাথ ক্রোধেশ বাখানে , ভৈঁরো কাল জগত নে জানে
গায়ত্রী কহই নিমিষ দিগম্বর ,জগন্নাথ উন্নত অ্যাডম্বর ।।
ক্ষেত্রপাল দশ পান কাহায়ে মনজুল উমানন্দ কাহালায়ে
চক্রনাথ ভক্তন কে হিতকারি ,কহে ত্রয়ম্বক সব নরনারী ।।
সংগহারক সুনন্দ তব নামা ,ক্রহু ভক্ত কে পুরন কামা
নাথ পিশাচন কে হ প্যারে ,সঙ্কট মেটউহু সকল হামারে ।।
কৃত্যায়ু সুন্দর আনন্দা , ভক্ত জনন কে কাটহু ফন্দা
কর্ণ লম্ব আঁখ ভয় ভঞ্জন , নম নাথ জয় জয় মন রঞ্জন ।।
হ তুম দেব ত্রিলোচন নাথা , ভক্ত চরণ মে নাবত মাথা
তং অশ্তাং রুদ্র কে লালা , মহাকাল কালো কে কালা ।।
তাপ বিমোচন অরিদল নাসা , ভাল চন্দ্রমা করই প্রকাশা
শ্বেত অরু লাল শরীরা ,মস্তক মুকুট শিশ পর চিরা ।।
কালী কে লালা বলধারি , কহাতক শোভা কহু তুমহারি
শঙ্কর কে অবতার কৃপালা , রহ চকাচক পি মদ পেয়ালা ।।
কাশী কে কুতয়াল কহাও বটুক নাথ চেটক দিখলাও
রবি কে দিন জন ভোগ লাগাবেই, ধুপ দীপ নৈবেদ্য চরাবেই ।।
দর্শন করকে ভক্ত সিহাবেই । দারুরা কি ধার পিলাবেই
মঠ মে সুন্দর লট কত ঝায়া , সিদ্ধ কারজ কর ভৈঁরো বাবা ।।
নাথ আপকা যশ নহি থোরা ,কর মে সুভগ সুশোভিত কোড়া
কটি ধুধ্রা সুরিলে বাজত , কাঞ্চন ময় সিংহাসন রাজত ।।
নর নারী সব তুমক ধ্যহিং মন বাঞ্ছিত ফল পাওহি
ভোপা হৈ আপকে পুজারি , করেই আরতি সেবা ভারি ।।
ভৈরব ভাত আপকা গাও ,বার বার পদ শিশ নবাউ
আপ হিবারে ছিজন ধায়ে অইলাদি নে রুদন মচায়ে ।।
বহন ত্যাগি ভাই কহা যাবেই ,তবিন কো ভাই ভাত পিনহাবেই
রয়ে বটুকনাথ করুণা কর , গয়ে হিবারে মে তুম যাকর ।।
দুঃখিত ভই ইলাদি বালা , তব হরি কা সিংহাসন হালা
সময় ব্যহ কা জিস দিন আয়া , প্রভু নে তুমক তুরন্ত পাঠাইয়া ।।
বিষ্ণু কহী মত বিলম্ব লাগাও ,তিন দিবস কে ভৈরব জাও
দল পাঠায় সঙ্গ লেকর ধায়া ,ইলাদি কো ভাত পিনায়া ।।
পুরন আস বহিন কি কিনি , সুখ চুন্দ্রি স্যার ধর দীনি
ভাও ভরা লউটে গুন্যামি নমঃ নমামি আন্তরযামী ।।
জয় জয় জয় ভৈরব বটুক স্বামী সঙ্কট টার
কৃপা দাস পর কিজিয়ে ,শঙ্কর কে অবতার ।।
যো এ চালিশা পড়ে শতবার প্রেম সহিত
উস ঘর সর্বানন্দ হ বৈভব বড়ে আপার ।।
ভৈরব চালিশা
Thursday, June 16, 2016
Wednesday, June 15, 2016
কাল ভৈরব : কাল ভৈরব সাধনা
কাল ভৈরব : কাল ভৈরব সাধনা: ভগবান ভৈরব সাক্ষাৎ শিবের পঞ্চম অবতার , পরমাত্মা সচ্ছিদান্দ স্বরুপ । ব্রহ্মা শিবের নিন্দা করার জন্য তার গর্ব চূর্ণ করার শিব ভৈরব রুপে অ...
Tuesday, June 14, 2016
Sunday, June 12, 2016
Saturday, June 11, 2016
আমার ভিক্ষা মা
জাননগর গ্রামে আমার স্মৃতি আমার ভিক্ষে মা । আজও তার স্মৃতি মাঝে মাঝে মনে পড়ে কারন আমার । ব্রাম্ভন,রাজপুত, বৈশ্য ,শূদ্র চারিটি বর্ণ শাস্ত্রে আছে । মাতৃ গর্ভে প্রথম জন্ম এবং উপনয়ন সংস্কারে দ্বিতীয় জন্ম হয় তাই ব্রাম্ভন কে দ্বিজ বলে । যজ্ঞ সুত্র ধারন করে সে ব্রাম্ভন সন্তান পুজা পাঠের আধিকার পায় তার আগে এক শূদ্র কাছ থেকে ভিক্ষা গ্রহণ তার কর্মে অগ্রসর হয় ।
এই গ্রামে অতীত ঘটনা একমাত্র সাক্ষী ।
আমাকে ভিক্ষা দিয়ে আমাকে ব্রাম্ভন হতে যে সাহায্য সেই বৃদ্ধা আমার মায়ের তুল্য যাকে গভীর শ্রদ্ধার সাথে আজও স্মরণ করি ।
আমার উপনয়নের অনুষ্ঠান স্মরণীয় ঘটনা জাননগর গ্রামে এটাই আমার জন্মভিটে শেষ মাঙ্গলিক অনুষ্ঠান । তারপর ------------------------২০১৬ বর্তমান সময় ।
Friday, June 10, 2016
Subscribe to:
Posts (Atom)