Sunday, June 19, 2016

শত্রু শমন




ভৈরব শিবের অবতার রুপে জানা যায় , ভগবান শিবের এই অবতার বিশ্বের ভরণ পোষণ ও বিবাদের শান্ত করার জন্য অবতীর্ণ । শিবের এই রুপ ভীষণ উগ্র ।

তার জন্য একে ভৈরব বলে । ইনি সাক্ষাৎ কালরূপ । ইনি তার ভক্তের সমস্ত পাপ থেকে তৎক্ষণাৎ মুক্তি দেন । তাই অনেকে পাপভস্ম বলে ।
সাধনা ও প্রয়োগ ঃ
এটি একটি তান্ত্রিক সাধনা
তাই শুদ্ধতা , পবিত্রতা , বিশ্বাস , আস্থার সাথে করতে হবে ।
সাধক একাদশীর দিন ভোজন গ্রহণ না করে থাকবেন ।
শারীরিক দিক দিয়ে পূর্ণ সুস্থ থাকতে হবে ।
সাধনার দিন উৎসাহ ও ভক্তি গুরু কে স্মরণ করে ভবিসৎ আসা যে কোন বাধা অতিক্রম করা আর শত্রু নাশ হেতু এই সাধনা করা যেতে পারে ।
ভৈরব যন্ত্র 
গুরু কে স্মরণ করে , যথা বিহিত ভৈরব পুজা করতে হবে যন্ত্র স্থাপিত করে । ধুপ দীপ পুস্প ও নৈবেদ্য দিয়ে পুজা করতে হবে । ধ্যান করতে হবে আর আপনার সামনে আসা বাধা দূর করার প্রার্থনা করতে হবে ।
ওঁ ভং ভৈরবায় নম ঃ

এর পর

উগ্রং বিরং মহাবিস্নু জলন্তং সর্বতোমুখম 
নরসিংহ ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্মহম 
jk

No comments:

Post a Comment