Friday, June 17, 2016

ভৈরব চালিশা

                            ওঁ শ্রী সিদ্ধিবিনায়কায় নম ঃ


ভৈরব চালিশা 


দোহা ঃ  বিশ্বনাথ কো সুমরি মন , ঘর গণেশ কা ধ্যান 
ভৈরব চালিশা রচু , কৃপা করহুঁ ভাগবান ।।
বটুক নাথ ভৈরব ভুজং , শ্রী কালি কে লাল 
যুগল পর কর কৃপা ,কাশী কে কুতুয়াল ।।
জয় জয় শ্রী কালী কে লালা , রহ দাস পর সদা দায়ালা 
ভৈরব ভীষণ ভীম কাপালি ,ক্রোধবন্ত লোচন মে লালি ।।
কর ত্রিশূল হৈ কঠিন কারালা , গল মে প্রভু মুণ্ডন মালা 
কৃষ্ণ রুপ তন বর্ণ বিশালা , পিকর মদ রহতা মতবালা ।।
রুদ্র বটুক ভক্তন কে সঙ্গী , প্রেত নাথ ভুতেশ ভুজঙ্গি 
ত্তেল ত্তেরা হৈ  নাম তুমহারা , চক্রতুণ্ড অমরেশ প্যারা ।।
শেখর চন্দ্র কাপাল বিরাজই , শান সাবারি পে প্রভু গাজই 
শিব নুকুলেশ চণ্ড হ স্বামী , বৈজনাথ প্রভু তুমহি নামামি ।।
অশ্বনাথ ক্রোধেশ বাখানে , ভৈঁরো কাল জগত নে জানে 
গায়ত্রী কহই নিমিষ দিগম্বর ,জগন্নাথ উন্নত অ্যাডম্বর  ।।
ক্ষেত্রপাল দশ পান কাহায়ে মনজুল উমানন্দ কাহালায়ে 
চক্রনাথ ভক্তন কে হিতকারি ,কহে ত্রয়ম্বক সব নরনারী ।।
সংগহারক সুনন্দ তব নামা ,ক্রহু ভক্ত কে পুরন কামা 
নাথ পিশাচন কে হ প্যারে ,সঙ্কট মেটউহু সকল  হামারে ।।
কৃত্যায়ু সুন্দর আনন্দা , ভক্ত জনন কে কাটহু ফন্দা 
কর্ণ লম্ব আঁখ ভয় ভঞ্জন , নম নাথ জয় জয় মন রঞ্জন ।।
হ তুম দেব ত্রিলোচন নাথা , ভক্ত চরণ মে নাবত মাথা 
তং অশ্তাং রুদ্র কে লালা , মহাকাল কালো কে  কালা ।।
তাপ বিমোচন অরিদল নাসা , ভাল চন্দ্রমা করই প্রকাশা 
শ্বেত অরু লাল শরীরা ,মস্তক মুকুট শিশ পর চিরা ।।
কালী কে লালা বলধারি , কহাতক শোভা কহু তুমহারি 
শঙ্কর কে অবতার কৃপালা , রহ চকাচক পি মদ পেয়ালা ।।
কাশী কে কুতয়াল কহাও  বটুক নাথ চেটক দিখলাও
রবি কে দিন জন ভোগ লাগাবেই, ধুপ দীপ নৈবেদ্য চরাবেই ।।
দর্শন করকে ভক্ত সিহাবেই । দারুরা কি ধার পিলাবেই 
মঠ মে সুন্দর লট কত ঝায়া , সিদ্ধ কারজ কর ভৈঁরো বাবা ।।
নাথ আপকা যশ নহি থোরা ,কর মে সুভগ সুশোভিত কোড়া 
কটি ধুধ্রা সুরিলে বাজত , কাঞ্চন ময় সিংহাসন রাজত ।।
নর নারী সব তুমক ধ্যহিং মন বাঞ্ছিত ফল পাওহি 
ভোপা হৈ আপকে পুজারি , করেই আরতি সেবা ভারি ।।
ভৈরব ভাত আপকা গাও ,বার বার পদ শিশ নবাউ 
আপ হিবারে ছিজন ধায়ে অইলাদি নে রুদন মচায়ে ।।
বহন ত্যাগি ভাই কহা যাবেই ,তবিন কো ভাই ভাত পিনহাবেই 
রয়ে বটুকনাথ করুণা কর , গয়ে হিবারে মে তুম যাকর ।।
দুঃখিত ভই ইলাদি বালা , তব হরি কা সিংহাসন হালা 
সময় ব্যহ কা জিস দিন আয়া , প্রভু নে তুমক তুরন্ত পাঠাইয়া ।।
বিষ্ণু কহী মত বিলম্ব লাগাও ,তিন দিবস কে ভৈরব জাও
দল পাঠায় সঙ্গ লেকর ধায়া ,ইলাদি কো ভাত পিনায়া ।।
পুরন আস বহিন কি কিনি , সুখ চুন্দ্রি স্যার ধর দীনি 
ভাও ভরা লউটে গুন্যামি নমঃ নমামি আন্তরযামী ।।
জয় জয় জয় ভৈরব বটুক স্বামী সঙ্কট টার 
কৃপা দাস পর কিজিয়ে ,শঙ্কর কে অবতার  ।।
যো এ চালিশা পড়ে শতবার প্রেম সহিত 
উস ঘর সর্বানন্দ হ বৈভব বড়ে আপার ।।


ভৈরব চালিশা 



No comments:

Post a Comment