Saturday, June 11, 2016

আমার ভিক্ষা মা








জাননগর গ্রামে আমার স্মৃতি আমার ভিক্ষে মা । আজও তার স্মৃতি মাঝে মাঝে মনে পড়ে কারন আমার ।  ব্রাম্ভন,রাজপুত, বৈশ্য ,শূদ্র চারিটি বর্ণ শাস্ত্রে আছে । মাতৃ গর্ভে প্রথম জন্ম এবং উপনয়ন সংস্কারে দ্বিতীয় জন্ম হয় তাই ব্রাম্ভন কে দ্বিজ বলে । যজ্ঞ সুত্র ধারন করে সে ব্রাম্ভন সন্তান পুজা পাঠের আধিকার পায় তার আগে এক শূদ্র কাছ থেকে ভিক্ষা গ্রহণ তার কর্মে অগ্রসর হয় ।
এই গ্রামে অতীত ঘটনা একমাত্র সাক্ষী ।
আমাকে ভিক্ষা দিয়ে আমাকে ব্রাম্ভন হতে যে সাহায্য সেই বৃদ্ধা আমার মায়ের তুল্য যাকে গভীর শ্রদ্ধার সাথে আজও স্মরণ করি ।
আমার উপনয়নের অনুষ্ঠান স্মরণীয় ঘটনা  জাননগর গ্রামে এটাই  আমার জন্মভিটে শেষ মাঙ্গলিক অনুষ্ঠান । তারপর ------------------------২০১৬ বর্তমান সময় ।

No comments:

Post a Comment