Wednesday, March 2, 2016

যুগল কিশোর ঝা : durgapur documentary

যুগল কিশোর ঝা : durgapur documentary




১৯৭৩ সাল রাজ্যে তখন আধা ফ্যাসিবাদী সন্ত্রাস । দুর্গাপুরে চলে এলাম । সন্ত্রাসের মাত্রা দুর্গাপুরে চরম । ২৯ শ্রমিক নেতা এলাকা চ্যুত , কয়েক জন জেলে । বিশু ঘোষকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে । মনে মনে ঠিক করলাম শ্রমিক শ্রেনির মাঝে কাজ করব । কংশালী সন্ত্রাস ,প্রতিদিন খুন ,ধর্ষণ ,তোলাবাজি নিত্য ঘটনা । মালদা থেকে এসে স্থানীয় নেতা সুখেন সরকার এর সাথে যোগাযোগ করে গোপনে কাজ শুরু করলাম । ১৯৭৪ সাল থেকে দুর্গাপুরের পারটির কাজকর্ম  শুরু করলাম ।১৯৭৫ সাল দেশে জরুরী অবস্থা জারি হল দেশে সমস্ত রাজনৈতিক নেতা গ্রেপ্তার হল । সংবাদ পত্রের উপর জারি হল সেন্সর ব্যবস্থা ।
আমি তখন চলে এসেছি দুর্গাপুরে । ফেলে এসেছি এই বিশাল জন্ম ভিটে । সেখানে রইল আমার জননী  আর জন্মভুমি । আর আমি জনগনতান্ত্রিক বিপ্লবের স্বপ্নে বিভর ভুলে গেছি আমার অতীত । জরুরি অবস্থার বিরুদ্ধে মালদহ জেলায় বিশু মৈত্র যোগাযোগ করে জেলা তে প্রতিবাদ প্রতিরোধে অংশ নিয়েছি সাথে সাথে দুর্গাপুরে আধা ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে রাখাল ভট্টাচার্য ও সুখেন সরকারের যোগাযোগ করে এখানে পার্টির কাজ করছি । দুর্গাপুরে ১৯৭৪ সাল থেকে ১৯৯২ সাল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কর্মী হিসাবে এক সাচ্চা কমিউনিস্ট গড়ে উঠার সংগ্রামে লিপ্ত ছিলাম । এই ইতিহাস দীর্ঘ ধাপে ধাপে লিখব ।
মালদহ থেকে দুর্গাপুর 

No comments:

Post a Comment